২৭ মার্চ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম আরব দেশগুলোর প্রতি সম্মিলিত চেষ্টা চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব লেবাননের রাজনৈতিক সংকট নিরসন করার আহ্বান জানিয়েছেন।
এ দিন ২০তম আরব লীগ শীর্ষ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক সভায় মুয়ালেম বলেন, লেবাননের সংকট নিরসনে কেবলমাত্র সিরিয়ার প্রচেষ্টা যথেষ্ট নয়। লেবাননের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং প্রভাবশালী সকল আরব দেশের অভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
তিনি বলেন, সিরিয়া আশা করে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেদেশের বিভিন্ন দল যত তাড়াতাড়ি সম্ভব সমঝোতায় পৌঁছবে, পাশাপাশি সিরিয়া একটি স্বাধীন স্বতন্ত্র ও স্থিতিশীল লেবানন দেখতে চায়। দ্রুত লেবাননের সংকট নিরসন লেবানন ও সিরিয়ার স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।
(খোং চিয়া চিয়া)
|