v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-28 14:21:19    
চাওয়া পাওয়া ( ৬ জানুয়ারী )

cri
 প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এবং সবাই শুভ কামনা করে ২০০৮-এর প্রথম চাওয়া পাওয়া অনুষ্ঠানটি শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। নতুন বছরের প্রথম রবিবারে আপনাদের সঙ্গে আবার মিলিত হতে পেরে আমি খুব খুশি।

    বন্ধুরা, বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ.এম.তারেক আমাদের অনুষ্ঠানে শ্যামল মিত্রের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এটা তো খুব সহজ কাজ। তবে শিল্পীর এতো গান যে কোনটা ছেড়ে, কোনটা শোনাই। আসুন, এখন সবাই মিলে শ্যামল মিত্রের গাওয়া "আমি চেয়ে চেয়ে দেখি" গানটি শুনি।

    বাংলাদেশের নরসিংদী জেলার চালাকচর গ্রামের নব অরুন বেতার শ্রোতা সংঘের মনিরুজ্জামান ছোটন, জোবায়ের মাহমুদ সৌরভ এবং সুমন সাহা শান্ত আমাদের অনুষ্ঠানে শিল্পী আব্দুল জব্বারের গাওয়া "সালাম সালাম হাজার সালাম"গানটি শুনতে চেয়েছেন। কিন্তু, দুঃখিত, বন্ধুরা, গানটি আমার হাতে নেই। তাহলে আমরা আব্দুল জব্বারের গাওয়া আরেকটি গান শুনবো। গানের নাম "তারা ভরা রাতে"।

    বাংলাদেশের ফরিদপুর জেলার ডুমাইন গ্রামের ডুমাইন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন আমাকে দেয়া চিঠিতে তাঁর পছন্দের তিনটি গানের কথা লিখে পাঠিয়েছেন শোনানোর জন্য। আজকের অনুষ্ঠানে আমি এর মধ্য থেকে একটি গান শোনাচ্ছি। মাইলসের গাওয়া "ফিরিয়ে দাও আমার প্রেম"গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    বাংলাদেশের পাবনা জেলার বরদানগর উত্তর পারা গ্রামের মো: জাহিদ হাসান (পলাশ) আমাকে দেয়া একটা চিঠিতে তাঁর পছন্দের নয়টি গানের কথা লিখেছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, চাওয়া পাওয়ার বিশ মিনিটে নয়টি গান শোনানো সম্ভব নয়। পরবর্তী অনুষ্ঠানে আমি আপনার পছন্দের গানগুলো শোনানোর প্রচেষ্টা করবো। আজ আমি আকবারের গাওয়া "তোমার হাত পাখার বাতাসে" গানটি শোনাচ্ছি। আসুন, সবাই মিলে গানটি শোনা যাক।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। ২০০৮ সালের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রোতাবন্ধুদের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। আজকের অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ। আবার কথা হবে। (লিলি)