২৭ মার্চ ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের একজন সহয়োগী বলেছেন, আল-সদর মুভমেন্ট ইরাক সরকারের সঙ্গে বসরায় চলমান দু'পক্ষের সশস্ত্র সংঘর্ষ নিরসনের জন্য নিয়ে বৈঠক করবেন।
এ দিন ইরাকের পার্লামেন্ট সদর মুভমেন্ট সদস্য লিকা আলি ইয়াসিন বলেন, শিয়াদের পবিত্র শহর নাজাফে সদর মুভমেন্টের একজন দায়িত্বশীল ব্যক্তি ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি নেতৃত্বাধীন দাওয়া পার্টির একজন পার্লামেন্ট সদস্যের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দু'পক্ষ বসরা সংকট নিয়ে আলোচনা করেছে। ইয়াসিন বলেন, দু'পক্ষের বসরায় মুখোমুখি বৈঠক আয়োজনের পরিকল্পনা আছে। তবে তিনি বৈঠকের নির্দিষ্ট সময় সম্পর্কে কিছু জানান নি।
(খোং চিয়া চিয়া)
|