এ বছরের বাজেট অনুযায়ী চীন সরকার কৃষক , গ্রামাঞ্চল ও কৃষি খাতে ৫৬২.৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও কৃষক , কৃষি ও খাদ্য শস্যের উত্পাদনে ভর্তুকি দেয়ার জন্য চীন সরকার আরো ২৫.২৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । ২৭ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এ কথা বলেছেন ।
এ দিন রাষ্ট্রীয় পরিষদের অধিবেশনে ওয়েন চিয়া পাও কৃষি ও উন্নত ধরনের বীজ লালনে আরো বেশি ভর্তুকি দেয়া এবং কৃষকদের কাছ থেকে কেনা খাদ্যের দাম বাড়ানোসহ ধারাবাহিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । (থান ইয়াও খাং)
|