v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-27 18:46:14    
থিয়ানচিনের পাঁচ তারা পর্যায়ের হোটেলের বেলজিয়ামের বস

cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন, এখন শুরু হচ্ছে সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান "অর্থনীতির অগ্রযাত্রা", পরিবেশন করছি আমি আবাম ছালাউদ্দিন।

গত কয়েক বছরে চীনের তীরবর্তী শহর থিয়ানচিনের তাইতা অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চল দ্রুতভাবে উন্নত হচ্ছে। এটি হোটেল শিল্প উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। ওয়ানলিতাইতা হোটেল হল এ অঞ্চল বৃহত্তম পাঁচ তারা পর্যায়ের হোটেল। হোটেলের জেনারেল ম্যানিজার হন বেলজিয়ামের হ্যান্স লুন্টিয়েন্স। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু কথা জানাবো।

লুন্টিয়েন্স বলেন, থিয়ানচিন আসার আগে তিনি মিসরের একটি হোটেলের জেনারেল ম্যানিজার। ২০০৭ সালের নভেম্বর মাসে তাঁকে থিয়ানচিনে কাজ করার নির্দেশ জানানো হয়েছেন। তিনি থিয়ানচিন আসার আগে ইন্টারনেটে থিয়ানচিন এবং তাইতা অর্থনীতি ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের তথ্য পড়েছেন। তাঁর দৃষ্টিতে ভবিষ্যতে নিজের ব্রতের উন্নয়নের প্রত্যয়ে ভরপুর। তিনি এ সম্পর্কে বলেন,

'এখন পর্যন্ত আমাদের হোটেলের ব্যবস্থা ও সেবা অন্যান্য হোটেলের চেয়ে একটু ব্যবধান রয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, অব্যাহতভাবে সেবার পর্যায় উন্নয়নের মাধ্যমে আমরা এ ক্ষেত্রে আলোকিত হোটেলে পরিনত হবে। যদি একটি শিল্প-প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে, তাহলে তার আরো বেশি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে। এর মাধ্যমে এ শিল্প-প্রতিষ্ঠানকে অব্যাহতভাবে উন্নয়নের উত্সাহ দেয়া হবে। যাতে নিজের প্রথম অবস্থান বাজায় রাখা যায়।'

ইন্টারনেটে বাস্তবায়িতভাবে থিয়ানচিনকে জানানো হবে না। লুন্টিয়েন্স বলেন, তাইতা অর্থনীতির উন্নয়ন অনেক দ্রুত। বিশ্বের ৫শো সেরা শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক কোম্পানি এ অঞ্চলে শাখা কোম্পানি নির্মাণ করেছে। লুন্টিয়েন্সের দৃষ্টিতে ভবিষতে নিজের কাজের উন্নয়নে প্রত্যয়ে ভরপুর। তিনি মনে করেন, এ অঞ্চলের পাঁচ তারা পর্যায়ের হোটেল বেশি নয়। ওয়ানলিতাইতার প্রতিদ্বন্দ্বিতারের সমর্থ্য বেশি। তিনি আরো বলেন,

'থিয়ানচিন শহরের সরকার তাইতা অঞ্চলের উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেয়। এ ধরণের দ্রুত উন্নত অঞ্চলে কাজ করা আমার মনে একটি উদ্বেল ব্যাপার। আমি মনে করি, হোটেল শিল্প দ্রুত ও সুষ্ঠু উন্নত অঞ্চলে এক হোটেলের জেনারেল ম্যানিজারের দায়িত্ব করা আমার জন্য একটি খুবই উপকারী অভিজ্ঞতা।'

বর্তমানে তাইতা অঞ্চল হল থিয়ানচিন শহরের বৃহত্তম বৈদেশিক অঞ্চল। ৩৩টি দেশ ও অঞ্চলের ২হাজারেরও বেশি বিদেশী ব্যক্তি স্থায়ীভাবে এ অঞ্চলে বসবাস ও কাজ করেন। তাঁরা তাইতা অঞ্চলের বাসিন্দা ও নির্মাণকারীতে পরিনত হয়েছেন। আসলে চীন লুন্টিয়েন্সের কাছে অপরিচিত নয়। তিনি চীনের সাংহাই শহরে বহু বছরে কাজ করেছিলেন। কিন্তু চীনের পরিবর্তন লুন্টিয়েন্সেক বিস্মিত করে। এসব পরিবর্তন শুধু যে শহরের নির্মাণ ও অর্থনীতির উন্নয়ন তা নয়, বরং অনুষ্ঠানত্ব মোকাবেলার ক্ষেত্রেও রয়েছে। তিনি বলেন,

'প্রায় ১০ বছরের আগে আমি সাংহাইতে কাজ করেছিলাম। তখন বিদেশী চীনে কাজ করা ও বসবাসের অনুমতি পাওয়া ছিল একটি জটিল প্রক্রিয়া। কিন্তু এবারের মত আমি থিয়ানচিনে অনেক সহজে কাজ করার অনুমতি পেয়েছি। এটি হল চীনের একটি বিরাট পরিবর্তন। চীন বিদেশীদেরকে বহু সুবিধা সরবরাহ করে।'

লুন্টিয়েন্স তাইতা অঞ্চলে বসবাসের অনেক সুবিধা রয়েছে। তিনি এ সম্পর্কে বলেন,

'২০ বছর আগে চীনে বসবাস অনেক সুবিধাজনক। বাজারে বিদেশী ব্যবহৃত জিনিস নেই। কিন্তু এখন চীনের সুপারমার্ক্টে বিদেশী ব্যবহৃত জিনিস প্রচুর। আগে বিদেশী চীনে দৈনদ্দিন ভোগ্য পণ্য নিয়ে চীনে যান, কিন্তু এখন এ দরকার নেই।'

লুন্টিয়েন্স বলেন, তাঁর স্ট্রী একজন সুন্দরী সাংহাই মহিলা। তাঁরা বিয়ে করার পর লুন্টিয়েন্সের কাজের কারণে তাঁর স্ত্রী তাঁর সঙ্গে বহু দেশে গিয়েছিলেন। তিনি স্ত্রীর সমর্থন ও সহায়তার মাধ্যমে চীনা মহিলার সুমতি অনুভব করেন। তিনি বলেন,

'চীনা মহিলা অনেক দয়ারু। তাঁরা নতুন পরিবর্তন গ্রহণ করতে চান। কিন্তু সুমতি প্রতি দেশের নারীর নেই। স্থিতিশীল পাড়ির ভিত্তিতে আমি সার্বিকভাবে নিজস্ব কাজ উন্নয়ন করতে পারি।'

লুন্টিয়েন্স থিয়ানচিনে বেশি সময় আসেন নি। সেজন্য থিয়ানচিনের অনেক ক্ষেত্রে তাঁর কৌতুহল রয়েছে। যেমন থিয়ানচিনে প্রাচীন মহা প্রাচীর, পুরোনো সড়কে তাঁর আগ্রহী। থিয়ানচিনের বহু ঐতিহ্যিক খাবার রয়েছে। এর মধ্যে গোউবুলি নামের সাংসের পুর দেয়া পিধা সবচেয়ে বিখ্যাত্। লুন্টিয়েন্স এ খাবারকে অনেক পছন্দ করেন। তিনি গোউবিলি সম্পর্কে বলেন,

'প্রায় ১৫ বছরের আগে আমি একজন বন্ধুর সঙ্গে ব্যবসায়ের জন্য পেইচিংয়ে যাই। তিনি আমাকে গোউবুলির কথা জানান। আমরা খেতে যেতে চাতাম। কিন্তু ঘন ঘন কুয়াশায় আমরা যেতে পারিনি। কিন্তু এবারের থিয়ানচিন এসে আমি খেয়েছি। অনেক সুস্বাদু। আমি অনেক পছন্দ করি।'

থিয়াচিন হল চীনের আধুনিক শিল্পের উত্পত্তিস্থান ও চীনের স্থানীয় ঐতিহ্যিক শিল্পের জন্মস্থান। শুধু যে থিয়ানচিনের মানুষ তা নয়, বরং বিদেশীরা পছন্দ করেন। লুন্টিয়েন্স মনে করেন, ঐতিহ্যিক সংস্কৃতি হল শহরের আত্মা। তিনি আশা করেন, থিয়াচিন নিজস্ব ঐতিহ্যিক সংস্কৃতি প্রচার করবে। তিনি আরো বলেন,

'বিদেশীরা চীনের প্রাচীন সংস্কৃতি উপভোগ করে। চীন ও থিয়ানচিন উন্নয়নের পাশাপাশি আমরা আশা করি, চীন সুষ্ঠুভাবে প্রাচীন সংস্কৃতি সুরক্ষা করবে।'

লুন্টিয়েন্স আশা করেন, এ বছরে নিজের কাজ আরো এক ধাপে এগিয়ে যাবে। তিনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা জানান,

'আমি আশা করি, সবার স্বাথ্য ভাল, সাফল্য অর্জিত ও সপ্ন বাস্তবায়িত হবে। আমি আশা করি, ২০০৮ সালে সবার উত্কৃষ্ট সাফল্য হবে।'