আকাশকে যখন বলেছি
তোমাকে ভালবাসি
সে মেঘে মেঘে গিয়েছে ঢেকে
আকাশ তার এতটুকু নীল আকাশ দেখায়নি।
ঐ সবুজ ঢাকা সুউচ্চ পাহাড়কে যখন বলেছি
তোমাকে ভালবাসি
সে যেন বললো, আমার মাঝে তো
ভালবাসার স্থান নেই
সমুদ্রের নীল জলরাশিকে যখন বললাম
তোমাকে ভালবাসি
সে যেন তার গর্জণে আমাকে জানিয়ে দিলো
ভালবাসার বন্ধণে আমাকে জড়িওনা
এর অপর নাম তো দুঃখ
কিন্তু দুঃখকে যখন বললাম
তোমাকে ভালবাসি
সে আমাকে ফিরিয়ে দিল না
বরং উপহার দিল
এক ফোঁটা অশ্রু
আর কিন্তু সি আর আইকে বললাম
তোমাকে ভালবাসি
সে তখন তার মিষ্টি মধুর মায়াবী সুরে
সকাল সন্ধ্যা প্রচার করলো জানা অজানার।
ভালোবাসার কথা।
---বাংলাদেশের নঁওগা জেলার চুনিয়াপাড়া গ্রামের শ্রী বরুন কুমার চাঁদ। (লিলি)
|