চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ মার্চ পেইচিংএ বলেছেন , চীন আরো এক বার যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করা ও তাইওয়ানের সঙ্গে সামরিক যোগাযোগ বজায় না রাখার তাগিদ দিয়েছে । মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করাদ দিয়ে একটি খবরে জনা গেছে ২০০৬ সালের শরত্কালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ ব্যুরো ভুল করে ৪টি ব্যালেষ্টিক ক্ষেপণাস্ত্রের খুচরা যত্রাংশ তাইওয়ানে পাঠিয়েছিলছে , এখন সেগুলো আবার যুক্তরাষ্ট্র তাইওয়ান থেকে ফেরত আনছে ।---এ প্রসঙ্গে একজন সংবাদিক চীনের মতামত কি জানতে চাইলে উত্তরে ছিন কাং বলেন, চীন এতে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করে । চীন বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কঠোর অবস্থান ব্যক্ত করেছে । চীন আশা করে , যুক্তরাষ্ট্র এই ঘটনার ওপর দতন্ত করবে এবং এ সম্পর্কে অবিলম্বে চীনকে অবহিত করবে ।
ছিন কাং বলেন, চীন আরেক বার যুক্তরাষ্ট্রকে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত " ১৭ আগষ্ট" যৌথ ইশতেহারে চীনের প্রতি দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার তাগিদ দিয়েছে ।
|