২৬ মার্চ সিন হুয়া বার্তা সংস্থার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তর বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।
নিবন্ধে বলা হয়, অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তর একটি পবিত্র অনুষ্ঠান। বিশ্বময় অলিম্পিক গেমসের আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হলো সমগ্র মানবজাতির জন্য ন্যায্যতা, শান্তি, সমঝোতা ও মৈত্রী কামনা করা। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রায় প্রতি বার অলিম্পিক গেমসের শিখা অনির্বান হস্তান্তরে কিছু সংস্থা বা ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। তাদের অভিন্ন অবস্থান হলো লক্ষ্য হাসিলের জন্য যে কোনো ধরণের কর্মকাণ্ড চালানো।
নিবন্ধে জোর দিয়ে বলা হয়, অলিম্পিক গেমসের শিখা অনির্বানে মানবজাতির অভিন্ন আশা ও শুভ কামনা রয়েছে। শিখা অনির্বান যেখানেই পৌঁছে সেখানকার ব্যাপক শুভবুদ্ধির মানুষের আন্তরিক অভ্যর্থনা পায়। কিছু কিছু মতলববাজ ব্যক্তি ও সংস্থার জঘন্য মানসিকতা স্পষ্ট করে দিয়েছে যে, শিখা অনির্বান মানবজাতির উজ্জ্বল ভবিষ্যতকে আলোকিত করে। অলিম্পিক গেমসের শিখা অনির্বান মানবজাতির সকল দুঃসাহসী ও ন্যায়ের পক্ষের শক্তিকে প্রতিনিধিত্ব করে। একে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে। (লিলি)
|