২৫ মার্চ পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও সফররত মালাবির প্রেসিডেন্ট বিংগু ওয়া মুথারিকা এক বৈঠকে মিলিত হয়েছেন । দুই প্রেসিডেন্ট ্ দু'দেশের সম্পর্কের সুষ্ঠু বিকাশ এগিয়ে নেয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন ।
হু চিন থাও বলেন , চীন ও মালাবির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচিত হয়েছে । এটা যেমন দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থ তেমনি এই অঞ্চল ও বিশ্বের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সামঞ্জস্যপূর্ণ । বর্তমানে উভয় পক্ষের উচিত বোঝাপড়া আরো বাড়ানো , পারস্পরিক আস্থা গভীরতর করা , বিভিন্ন ক্ষেত্রের বাস্তবমুখী সহযোগিতা ত্বরান্বিত করা এবং দু'দেশের জনগণের যথার্থ কল্যাণের জন্য চেষ্টা করা ।
মুথারিকা কৃষি , বিদ্যুত্ , যোগাযোগ ও পরিবহন , খনি সম্পদ উন্নয়ন এবং অবকাঠামো ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে চীনের সঙ্গে মালাবির সহযোগিতা চালানোর আগ্রহ পুনর্ব্যক্ত করেন । (থান )
|