চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৬ মার্চ পেইচিংয়ে বলেন, তিনি বিশ্বাস করেন, বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সমর্থনে পেইচিং অলিম্পকি গেমস অবশ্যই সফল হবে।
জানা গেছে, ২৫ মার্চ ফ্রান্সের প্রেসিডেন্ট সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেন, পেইচিং অলিম্পিক গেমস বর্জনের সম্ভাবনা বাদ দেওয়া যায় না।
ছিন কাং সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে বলেন, ২০০৮ সালের অলিম্পিক গেমস শুধু সকল চীনা জনগণের মহা সম্মিলনী নয়, এটি বিশ্বের জনগণের মহোত্সব। আমরা আশা করি, পেইচিং অলিম্পিক গেমসের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সমঝোতা, মৈত্রী ও সহযোগিতা ত্বরান্বিত হবে। তিনি জোর দিয়ে বলেন, অলিম্পিক গেমসের চেতনাকে মর্যাদা দেওয়া উচিত এবং কখনও অলিম্পিক গেমস রাজনীতিকীকরণ করা উচিত নয়। (লিলি)
|