জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী সহকারী প্রতিনিধি লিউ চেন মিন বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর শান্তিপূর্ণ সংলাপ ও আলোচনা হলো মধ্য-প্রাচ্য সমস্যা সমাধানের সঠিক পথ। ২৫ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্য-প্রাচ্য বিষয়ক উন্মুক্ত আলোচনায় ভাষণ দেয়ার সময় লিউ চেন মিন এ কথা বলেন।
লিউ চেন মিন বলেন, মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অবস্থার যাতে অবনতি না হয় সে জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর চেষ্টা করা উচিত। তিনি বলেন:
"সম্প্রতি ইসরাইল বসতি এলাকা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এতে পারস্পরিক আস্থার ওপরে নেতিবাচক প্রভাব পড়বে। ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংলাপ চালানোর জন্য ইয়েমেন যে চেষ্টা চালাচ্ছে চীন তার প্রশংসা করে। ফিলিস্তিনের দুটি সম্প্রদায়ের মধ্যে সংহতি চুক্তি সাক্ষর ও সংলাপকে চীন স্বাগত জানায়।"
লিউ চেন মিন ফিলিস্তিনের বিভিন্ন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ঐক্য ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনার জন্য অনুকূল হবে।
"ফিলিস্তিনের অভ্যন্তরীণ ঐক্য হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।"
লিউ চেন মিন বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের রাজনৈতিক আলোচনায় অবিচল থাকার প্রতিশ্রুতিকে চীন স্বাগত জানায় এবং আশা করে তারা বাস্তব পদক্ষেপের মাধ্যমে শান্তি আলোচনা দ্রুততর করবে। (ইয়াং ওয়েই মিং)
|