২৫ মার্চ মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, এ দিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। দু'জনই অব্যাহতভাবে সন্ত্রাসদমন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন।
পেরিনো বলেন, দুই নেতা মনে করেন, অব্যাহতভাবে সন্ত্রাস দমন ক্ষেত্রে সহযোগিতা চালানো দু'দেশের স্বার্থের জন্যই অনুকূল। সুতরাং সন্ত্রাস দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সুষ্ঠু সহযোগিতা চালিয়ে যাবে।
২৪ মার্চ পেরিনো বলেছেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক খুব ভালো। সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের অবস্থান অভিন্ন।
(খোং চিয়া চিয়া)
|