২৪ মার্চ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ও সি'র চেয়ারম্যান জ্যাকস রগে গ্রীসের অলিম্পিয়ায় ফ্রান্সের লাকুয়েপ পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিভিন্ন ক্ষেত্রে বিরাট অগ্রগতি হয়েছে। পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসের স্বাগতিক দেশের মর্যাদা পাওয়ার পর দূষণ সমস্যা সমাধানে চীনের বহু অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, মানুষ চীনে গেলে, সেখানকার বিরাট অগ্রগতি অনুভব করতে পারবেন।
তিনি জোর দিয়ে বলেন, আই ও সি রাজনৈতিক বা সামরিক সংস্থা নয়। এর দায়িত্ব হচ্ছে সকল খেলোয়াড়ের জন্য ভালো অলিম্পিক গেমস আয়োজন করা। অলিম্পিক গেমসে অংশ নেয়া সকল খেলোয়াড়ের 'অলিম্পিক সনদ'-এর নিয়ম মেনে চলা উচিত।
(খোং চিয়া চিয়া)
|