চেংচৌ হলো চীনা জাতির সবচেয়ে পুরনো বসতী এলাকা এবং প্রাচীন সভ্যতার উত্স্য হিসেবে তার ইতিহাস সুদীর্ঘকালের। প্রচুর সাংস্কৃতিক পুরাকীর্তি ও বৈশিষ্ট্যসম্পন্ন প্রাকৃতিক পরিবেশ নিয়ে গঠিত চেংচৌ শহরে অনেক প্রাচীনকালের সাংস্কৃতিক পুরাকীর্তি দেখা যায় ।এসব পুরাকীর্তি চীনের সংস্কৃতির উত্স্য জানা ও উন্নয়নের ক্ষেত্রে গবেষণার কাজে অনেক উপাত্ত যুগিয়েছে । এছাড়া, হান রাজবংশের তাহুথিং সমাধি এবং সম্রাট হোয়াং-এর জন্মস্থান হল চেংচৌয়ের বিখ্যাত পর্যটন স্থান । হোয়াংহো নদী চেংচৌ শহরের উত্তর দিক দিয়ে অতিক্রম করে সুন্দর ও মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে । নদীর তীরে দাঁড়িয়ে নদীর চমত্কার দৃশ্য উপভোগ করা যায় ।
চেংচৌ চীনের মধ্যাঞ্চলের একটি প্রসিদ্ধ শহর । শহরটি হোয়াংহো নদীর দক্ষিণে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী পেইচিংয়ের সঙ্গে তার দূরত্ব ৭৬০ কিলোমিটার, উহান শহর থেকে দূরত্ব ৫১৪ কিলোমিটার এবং সি'আন শহরের সঙ্গে তার দূরত্ব প্রায় ৪৮০ মিটার । চেংচৌয়ের চারটি ঋতুর পার্থক্য স্পষ্ট, আবহাওয়া নাতিশীতোষ্ণ । সারা বছরের গড়পড়তা তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী সেন্টিগ্রেড । জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি বেশি থাকে । বসন্তকাল এবং শরত্কালের আবহাওয়া সবচেয়ে ভালো, অনেক ফুল ফোটে এবং পর্যটনের জন্য সবচেয়ে ভালো ঋতু । সারা বছরের বিভিন্ন সময় নানা ধরনের উত্সব ও অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে । যেমন ১ মে থেকে ২০ মে পর্যন্ত চীনা গোলাপ মেলা আয়োজনের সময় । মেলার আয়োজক এবং চেংচৌ শহরের অধিবাসীরা দর্শকদের জন্য নিজেদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের বিখ্যাত চীনা গোলাপ নিয়ে মেলায় আসেন ।
এ ছাড়া, হোনান প্রদেশের শাওলিন মন্দির হল চীনের বিখ্যাত কংফুয়ের প্রাচীন উত্স্যের অন্যতম । প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চেংচৌয়ে আন্তর্জাতিক কংফু উত্সব আয়োজন করা হয় । চীনের কংফু'র উত্তরাধিকার সৃষ্টি, বৈদেশিক উন্মুক্তকরণ করা এবং অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চেংচৌ শহরে বার্ষিক কংফু উত্সবের আয়োজন করা হয় । উত্সব চলাকালে ব্যাপক আকারের আনন্দদায়ক সাংস্কৃতিক প্রদর্শনী, শাওলিন কুংফু প্রতিযোগিতা ও পর্যটন অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয় ।
চেংচৌ শহরের পণ্যদ্রব্য বিনিময় মেলা দেশী বিদেশী ব্যবসায়ীদের আকর্ষণ করে । ১৯৯৫ সালে শুরু হওয়ার পর এর ব্যপ্তি , মান ও মেলার আমেজ অনেক বেড়েছে । মেলার আওতায় কাগজ , কলম , কাপড় চোপড়, মহিলাদের মেক আপ সামগ্রী , মটর গাড়ি ও সাজ সরঞ্জাম রয়েছে বলে চীনের শিল্প ও ব্যবসা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মেলায় পরিণত হয়েছে । তাছাড়া, চেংচৌ হোনান প্রদেশের রাজধানী হিসেবে সেখানে বহু হোটেল রয়েছে । তারা পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক থাকার জন্য সেবা দেয় ।
|