পেইচিং পুরাকীর্তি ব্যুরোর একটি সংবাদ ব্রিফিং থেকে জানা গেছে , গত কয়েক বছরে পেইচিং পৌর সরকার নগরীর পুরাকীর্তি সংরক্ষণের কাজ জোরদার করেছে । পেইচিংয়ে ৭ হাজারেরও বেশি পুরাকীর্তি রয়েছে । পেইচিংয়ে পুরনো প্রস্তর যুগের পুরাকীর্তিগুলো সবচেয়ে প্রাচীন। পেইচিংয়ের শহর পর্যায়ের পুরাকীর্তি ১৮৯টি । ২০০৬ সাল থেকে পেইচিং পুরাকীর্তি ব্যুরো শহরের পুকীর্তিবহুল স্থানগুলোর নিরাপত্তা অবস্থা পরীক্ষা করতে শুরু করে । এর মধ্যে ৩৪টি পুরাকীর্তির নিরাপত্তা সমস্যা দূর করা হয়েছে । এ বছর নির্দিষ্ট সময়ের মধ্যে আরো বিশটি পুরাকীর্তি স্থানের নিরাপত্তা সমস্যা নিরসনের নির্দেশ দেয়া হয়েছে ।
পেইচিংয়ে পুরাকীর্তি ব্যুরোর একজন কর্মকর্তা বলেন , এ বছর পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে । অলিম্পিক গেমসের সুষ্ঠু অনুষ্ঠান নিশ্চিত করার জন্য সরকার আইন অনুসারে পুরাকীর্তির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।
**জাতীয় থিয়েটারে বিখ্যাত গীতিনাট্য টুরান্দো
ইতালির বিখ্যাত সুরকার গিয়াকোমো পুসিনির বিখ্যাত গীতিনাট্য ' টুরান্দো ' ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চীনের জাতীয় থিয়েটারে পরিবেশিত হয়েছে । ইতালি ও চীনের কণ্ঠশিল্পীরা যৌথভাভে এ গীতিনাট্য পরিবেশন করেছেন । চীনের তরুন সুরকার হাও উই ইয়া গীতিনাট্য টুরান্দোর জন্য ১৮ মিনিট স্থায়ী সমাপনী অধ্যায় লিখেছেন । এই গীতিনাট্যে চীনের রাজকুমারী টুরান্দোর প্রেমের বিয়োগান্তক কাহিনী বর্ণনা করা হয়েছে । ইতালির বিখ্যাত সুরকার গিয়াকোমো পুসিনির দেড় শ'তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো গীতিনাট্যটি চীনের জাতীয় থিয়েটারে পরিবেশিত হলো।
উল্লেখ্য ,অসুস্থ হওয়ার কারণে সুরকার গিয়াকোমো পুসিনি এ গীতিনাট্যের সুর শেষ করে যেতে পারেন নি । তার মৃত্যুর পর চীনের তরুণ সুরকার হাও উই ইয়া এ গীতিনাট্যের তৃতীয় সুরকার । তিনি এ গীতিনাট্যের স্বত্বধারীর অনুরোধে সমাপনী অধ্যায়টি রচনা করেছেন ।
**হংকংয়ের ৩২তম চলচ্চিত্র উত্সব শুরু
হংকংয়ের ৩২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ১৭ মার্চ থেকে শুরু হয়েছে । উত্সব চলাকালে তিন শ'র বেশি চলচ্চিত্র দেখানো হবে । এ উত্সব ৬ এপ্রিল পর্যন্ত চলবে ।
জানা গেছে , এ চলচ্চিত্র উত্সবে যুক্তরাষ্ট্র , জাপান , তাইওয়ান , হংকংসহ ৫০টি দেশ ও অঞ্চলের চলচ্চিত্র দেখানো হবে । এগুলোর মধ্যে ৬৫টি নতুন চলচ্চিত্র । এ সব নতুন ছবি এশিয়া বা বিশ্বে এই প্রথম প্রদর্শিত হয়েছে । উত্সব চলাকালে দ্বিতীয় এশীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করা হবে , এ ছাড়াও এশীয় ডিজিটাল আলোকজচিত্র প্রতিযোগিতা ও মানবতাবাদী প্রামান্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
|