v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-25 21:08:00    
চীনের বিখ্যাত পিকিং অপেরা অভিনেতা সুন জেং ইয়াং

cri
    পিকিং অপেরায় এমন এক ধরণের ভূমিকা আছে, যারা অপেরার কৌতুকাভিনয় করে দর্শকদের মজা আর আনন্দ দেয়। তাদের ভূমিকা যেন ক্লাউনের মত, চীনা ভাষায় বলা হয় চো চিয়ে, বা সিও হুয়া লিয়েন। অপেরায় তারা মঞ্চের তারকা না হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ভূমিকায় অভিনয় করা সহজ কাজ নয়, এতে উচ্চ মানের অভিজ্ঞতা প্রয়োজন।

    সুন জেং ইয়াং হলেন চীনের বিখ্যাত চো চিয়ে অভিনেতা। তার বয়স ৭৭ বছর হলেও দেখতে কিন্তু খুব সজীব। চো চীনা ভাষায় বিশ্রীর অর্থ বোঝায়। চো চিয়ে সাধারণত খুব মজার কাপড় পরে মুখে হাস্যকর মেকাপ মেখে তারপর মঞ্চে দর্শকদের মজা দেয়। কিন্তু সুন জেং ইয়াং আসলে খুব হান্ডসাম। বয়স বেশি হলেও তিনি এখনও অবসর নেননি, অপেরায় নিজের ভূমিকা ভালই পালন করে যাছেন।

    তিনি পিকিং অপেরা শেখার অভিজ্ঞতা স্মরণ করে বলেন:

    "৫ বছরের সময় আমি আমার বোনের সাথে পিকিং অপেরা পরিবেশন করতে শুরু করি। আমার প্রথম ভূমিকা হলো সিয়াও হুয়া লিয়েন। প্রথমে আমি এই ভূমিকা নিয়ে অনেক অভিযোগ করেছি। মনে হয় এটা গুরুত্বপূর্ণ নয় এবং হাস্যকর। পরে বুঝতে পেরেছি এই ভূমিকা ভাল করে পরিবেশন করা খুব কঠিন। পিকিং অপেরায় গান গাওয়া, আবৃত্তি করা, সামরিক আর্ট পরিবেশন করা এসব চো চিয়েকে আয়ত্ত করতে হবে। তাছাড়া, স্থানীয় ভাষা আয়ত্ত করতে হবে। এটা খুব কঠিন।"

    সুন জেং ইয়াং চীনের হোপেই প্রদেশে জন্মগ্রহণ করেন। ৫ বছরে বয়সে তিনি প্রথমবার মঞ্চে পরিবেশন করেন। তখন থেকে তিনি চো চিয়ু'র ভূমিকা অভিনয় করতে শুরু করেন। বিংশ শতাব্দীর ৪০এর দশকে সুন জেং ইয়াং শাংহাই অপেরা ইনস্টিটিউটে ভর্তি হন। চীনের অনেক বিখ্যাত পিকিং অপেরা অভিনেতা তাকে শিখিয়েছেন। খুব অধ্যবসায়ী বলে তিনি ইনস্টিটিউটে নিজের সুনাম তৈরী করেন। পড়াশোনা শেষে তিনি আবার অনেক বিখ্যাত অভিনেতাদের কাছে অভিনয় শিখেন। এর পাশাপাশি মঞ্চে পরিবেশন করে খুব অভিজ্ঞ হলেন।

    ১৯৪৯ সালে সুন জেং ইয়াং চীনের বিখ্যাত পিকিং অপেরা সংস্থা শাংহাই অপেরা একাডেমিতে যোগ দেন। সেখানে তিনি বিখ্যাত অভিনেতা চৌ সিন ফাং, থুং জি লিংয়ের সঙ্গে একসাথে মঞ্চে পরিবেশন করেন। তাদের কাছ থেকে তিনি অনেক শিখেছেন।

    সাধারণত চো চিয়ু অপেরায় সহকারী ভূমিকা পালন করা হয়। কিন্তু সুন জেং ইয়াং ভাবেন কেন চো চিয়ু প্রধান অভিনেতা হতে পারে না। তিনি নিজেই কয়েক অপেরা চো চিয়ুকে প্রধান অভিনেতা হিসেবে তৈরী করেন। তিনি সদ্য বিখ্যাত চো চিয়ু অভিনেতাদের ভিত্তিতে নিজের অবদানও রেখেছেন। নিজের অনুভূতি নিয়ে সুন জেং ইয়াং বলেন:

    "চো চিয়ু অন্যদের আনন্দ দেয়। আমার এতো বেশি বছরের চো চিয়ু পরিবেশনের অভিজ্ঞতা থেকে বুঝেছি চো চিয়ু হলেও পরিবেশনের মাধ্যমে দর্শকদের চোখে সুন্দর হয়ে উঠলে পরিবেশন সাফল্য হয়। এই মানে পৌঁছতে কিন্তু খুব কঠিন।"

    সুন জেং ইয়াংয়ের পিকিং অপেরায় গান গাওয়া বা সামরিক আর্ট দুটোই খুব ভাল পরিবেশন করতে পারেন। এর পাশা পাশি তিনি পিকিং অপেরার বিভিন্ন সম্প্রদায়ের বৈশিষ্টকে সংযুক্ত করে নিজের বৈশিষ্ট তৈরী করেন। তাই তিনি চীনের বিখ্যাত চো চিয়ু'র সুনাম পেয়েছেন।

    সাম্প্রতিক বছরগুলোতে সুন জেং ইয়াং চীনের তাইওয়ানে অনেক বার পরিবেশন করেছেন। কিছু পুরোনো অপেরা নতুন করে মঞ্চে পরিবেশনায় তিনি অংশ নিয়েছেন। যেমন "উ ফেন চি" অপেরায় তিনি জাং পিয়ে কু'র ভূমিকা অভিনয় করেন। এই ভূমিকা ভালভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি নিজের উদ্ভাবিত মতামত যোগ করেছেন, খুব চমত্কার। তাইওয়ানে পরিবেশনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন:

    "এখন তাইওয়ানে আমরা একটি নতুন অপেরা তৈরী করছি। এর আগে আমি কয়েকটি নাটকে অংশ নিয়েছি। প্রত্যেকটির ভূমিকা ভাল করে তোলার জন্য আমি বার বার গবেষণা এবং বিবেচনা করি।"

    অনেক বছর ধরে সুন জেং ইয়াং মঞ্চে বেশ কিছু হৃদয়গ্রাহী ভূমিকায় অভিনয় করেছেন। তিনি বলেন, পিকিং অপেরা হলো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখনও তিনি প্রতিদিন শরীর চর্চা করেন। শরীরের অবস্থা যত সময় ভাল থাকবে তিনি তত দিন মঞ্চে পরিবেশন করবেন। (ইয়াং ওয়েই মিং)