২৫ মার্চ ইরাকের দক্ষিণাংশের বসরায় ইরাকী নিরাপত্তা বাহিনী ও শিয়া সম্প্রদায়ের মাহদি আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে ।
বসরার স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেছে, অপারেশন ক্যাভালরি আ্যসল্ট নামের একটি অভিযানে ইরাকী নিরাপত্তা বাহিনী বসরার কেন্দ্রস্থলে মাহদি নিয়ন্ত্রিত তিনটি আবাসিক এলাকা ঘেরাও করেছে । এর পর দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়। এখনো পযর্ন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
২৪ মার্চ বসরায় ইরাকের প্রধানমন্ত্রী নুরি মালিকি একটি নিরাপত্তা অধিবেশন পরিচালনার সময় বলেন, বসরার নিরাপত্তা ও শৃংখলা স্বাভাবিক অবস্থায়ফিরিয়ে আনার জন্য ইরাক সরকার চূড়ান্ত পদক্ষেপ নিতে দৃঢ়সংকল্পবদ্ধ ।
|