চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলিত প্রচেষ্টায় তিনটি দেশের সহযোগিতা, পারস্পরিক কল্যান ও উভয়ের জন্য কল্যানকর বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাবে।
২৫ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন কাং পেইচিং-এ এক নিয়মিত সংবাদ ব্রিফিং-এ এ কথা বলেন। উত্তর-পূর্ব এশীয় দেশগুলোর উচিত দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানকে কেন্দ্র হিসেবে নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা। এর প্রতি চীনের অবস্থান কি? দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক'র উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের করা এ প্রশ্নের উত্তরে ছিন কাং বলেন, এই তিনটি দেশ উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের প্রভাবশালী দেশ, আঞ্চলিক শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে তাদের অভিন্ন স্বার্থ এবং অভিন্ন দায়িত্ব রয়েছে। তিনটি দেশের মুক্ত বাণিজ্য অঞ্চলের যৌথ গবেষণা ষষ্ঠ বছরে প্রবেশ করেছে। তিনি আশা করেন, তিনটি দেশের গবেষণা সংস্থা যোগাযোগ বজায় রেখে গবেষণা গভীরতর করবে। যা তিনটি দেশের সরকারের নীতি নির্ধারনে সহায়ক হবে।
(খোং চিয়া চিয়া)
|