২৫ মার্চ চীনের চাঁদ প্রদক্ষিণ ও অনুসন্ধান প্রকল্পের প্রধান পরিচালক রুয়ান এন চিয়ে বলেন , ছাং ও -১ চাঁদ অনুসন্ধানউপগ্রহ এ বছরের আগষ্ট মাসে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার কাজ শেষ করবে । তিনি বলেন , ছাং ও -১ উপগ্রহ এখন ঠিক মত কাজ করছে । আরো বেশি সৌর শক্তি সংগ্রহের জন্য কিছু দিন আগে প্রযুক্তিবিদরা উপগ্রহটির সরঞ্জামগুলো পুনর্বিন্যাস করেছেন এবং উপগ্রহের কিছু পরিমাপক যন্ত্র সাময়িকভাবে বন্ধ করে দেন । এ সব পরিমাপক যন্ত্র আগামী মে মাস থেকে আবার চালু করা হবে ।
ছাং ও হলো প্রাচীন চীনের রূপকথার একজন সুন্দরী পরীর নাম । তার নামে নামকরণ করা চীনের প্রথম নিজস্ব চাঁদ প্রদক্ষিণ উপগ্রহ গত বছরের ২৪ অক্টোবর উত্ক্ষেপণ করা হয় ।
|