২৫ মার্চ নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়ন সারা দেশের শ্রমিক ও কর্মচারীদের জ্বালানীসম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থের নির্গমন হ্রাসের ১০০টি সৃজনশীল সাফল্যের তালিকা প্রকাশ করেছে।
১০০টি সফল প্রকল্পগুলোর মধ্যে অনেক প্রকল্প দেশের পেটেন্ট অধিকার পেয়েছে। নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়নের অর্থনীতি ও প্রযুক্তি বিভাগের উপ মহাপরিচালক ওয়াং সিন ওয়েই সংবাদদাতাদেরকে বলেন, এসব জ্বালানী সাশ্রয়ী ও নির্গমন হ্রাস প্রকল্পের মধ্যে রয়েছে বিদ্যুত্ , তেল, কৃষি ও পরিবেশ বান্ধব উপদান তৈরীসহ বিভিন্ন শিল্প।
নিখিল চীন সাধারণ ট্রেড ইউনিয়ন চলতি বছরের মার্চ মাসকে "সারা দেশের শ্রমিক ও কর্মচারীদের জ্বালানী সাশ্রয় ও নির্গমন কমানোর মাস" হিসেবে নির্ধারণ করেছে। ওয়াং সিন ওয়েই বলেন, এবারের সাফল্য প্রকাশের উদ্দেশ্য হলো বৃহত্তর শ্রমিক ও কর্মচারীদেরকে একটি বিনিময়ের প্লাটফর্ম যুগিয়ে প্রযুক্তির সৃজনশীলতায় অনুপ্রেরণা দেয়া এবং জ্বালানী সাশ্রয় ও পরিবেশ বান্ধব নতুন সামাজ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। (লিলি)
|