পিপলস ডেইলি পত্রিকার বিদেশ সংস্করনের খবরে জানা গেছে, তাইওয়ান নির্বাচনে বিজয়ী মা ইং চিউ বলেছেন, মূল-ভূভাগ তাইওয়ানকে যে দু'টি অতিকায় পান্ডা পাঠাতে চেয়েছিল তারা এখন বড় ও শক্তিশালী হয়েছে। তাইওয়ান এখন তাদেরকে স্বাগত জানায়।
মা ইং চিউ বলেন, যখন তিনি তাইপেই শহরের মেয়র ছিলেন, তখন তাইপেই চিড়িয়াখানাকে তিনি পান্ডা দু'টিকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তত্কালীন গণতান্ত্রিক প্রগতি পার্টি কর্তৃপক্ষের রাজনৈতিক হস্তক্ষেপে তখন তা স্থগিত হয়ে গিয়েছিল।
তাইপেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, এপ্রিল মাসে পান্ডা 'থুয়ান থুয়ান' ও 'ইউয়ান ইউয়ান'-এর জন্য বিশেষ প্রদর্শনী কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্মকর্তাদেরকে মূল-ভূভাগ ও যুক্তরাষ্ট্রে পাঠিয়ে সংশ্লিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করিয়েছে। তাদের পরিকল্পনার ভেতরে পান্ডাদের শিক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজও রয়েছে।
(খোং চিয়া চিয়া)
|