v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-25 16:28:53    
চুয়াং জাতির বাদ্যযন্ত্র তৈরির শিল্পী

cri
    দক্ষিণ পশ্চিম চীনের কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের ছুং জু শহরের লুং চৌ জেলায় থিয়ান ছিং নামে জুয়াং জাতির ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র তৈরির কৌশল খুব প্রচলিত । ৪৩ বছর বয়স্ক ছিন হুয়া পেই থিয়ান ছিন তৈরির শিল্পী । থিয়ান ছিনের তৈরির কৌশল জনপ্রিয় করে তোলার জন্য তিনি আজীবন অবদান রেখেছেন । আজ এ অনুষ্ঠানে চুয়াং জাতির অধিবাসী ছিন হুয়া পেই ও তার থিয়ান ছিং তৈরির কৌশল সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি …

    এতক্ষণ আপনারা যা শুনলেন , তা ছিন হুয়া পেই ও তার মেয়ের বাজানো চুয়াং জাতির একটি লোক সংগীত । থিয়ান ছিং চুয়াং জাতির এক ধরনের প্রাচীন তারযুক্ত বাদ্যযন্ত্র । চুয়াং ভাষায় তাকে তিংতিং বলা হয় । গত ১০ হাজার বছরেরও বেশি সময় ধরে এ ধরনের বাদ্যযন্ত্র তৈরির কৌশল প্রচলিত । কাঠ দিয়ে তৈরি থিয়ান ছিং ব্যবহার করে বিবিধ সংগীত বাজানো যায় । আগে গ্রামাঞ্চলে থিয়ান ছিং ব্যবহার করে স্থানীয় অপেরা পরিবেশন করা হতো বা সংস্কারের আওতার বাইরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো । গ্রামবাসীদের ধারণা , থিয়ান ছিংয়ে সংগীত বাজানোর মাধ্যমে দুর্যোগ দূরীভূত এবং সুখী জীবনের প্রাথনা করার জন্য উপকৃত হবে । এখন বেশ কিছু স্থানীয় শিল্পীরা থিয়ান ছিং ব্যবহার করে স্থানীয় লোক সংগীত বাজান ।

    চুয়াং জাতির অধিবাসী ছিন হুয়া পেই কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের লুংচৌ জেলায় জন্ম গ্রহণ করেন । তার পিতামহ একজন থিয়ান ছিং শিল্পী । পিতামহের প্রভাবে তিনি ছোট বেলা থেকেই থিয়ান ছিং বাজাতে শুরু করেন । তিনি বলেন ,

    ছোট বেলায় তিনি পিতামহের কাছ থেকে থিয়ান ছিং তৈরির কৌশল আয়ত্ব করতে খুব পছন্দ করতেন । ধীরে ধীরে তিনি থিয়ান ছিং তৈরির অনুশীলনও শুরু করেন । তার থিয়ান ছিংকে সত্যি ভাল লেগেছে । পিতামহ যেমন থিয়ান ছিং তৈরি করতে পারেন , তেমনি তিনি থিয়ান ছিং বাজনায়ও দারুণ পারদর্শী ।

    গত শতাব্দির আশির দশকে ছিন হুয়া পেই জেলার একটি শিল্পী দলে ভর্তি হন । অবসর সময় তিনি থিয়ান ছিং তৈরির কৌশলের উন্নয়নে কিছুটা সংস্কারের কাজ শুরু করেন । কিন্তু তখন এ প্রাচীন কৌশলের ওপর পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয় নি । তার প্রচেষ্টা অচলাবস্থায় পড়ল । ২১তম শতাব্দীর শুরু তে থিয়ান ছিং তৈরির কৌশল উত্তরাধিকার সূত্রে গ্রহণ এবং তা সম্প্রসারণের জন্য স্থানীয় সরকার একটি রক্ষামূলক কর্মসূচী চালু করে । লুং চৌ জেলায় গড় ২১ বছর বয়স্ক ১৫জন মেয়ে নিয়ে একটি বাদক দল গড়ে তোলা হয় । এ শিল্পী দল কুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে চুয়াং জাতির লোক সংগীত পরিবেশন করেছে । বাদক দলের সদস্যদের যোগ্য থিয়ান ছিং তৈরির জন্য জেলা সরকার ছিন হুয়া পেইকে আমন্ত্রণ জানাল । এতে তিনি খুব খুশি হলেন ।

    শিল্পীদের থিয়ান ছিং তৈরির জন্য জেলার শিল্পকলা ও ক্রীড়া অনুশীলন ব্যুরোর প্রধান ছিন হুয়া পেইকে আমন্ত্রণ জানালেন । তিনি খুব খুশি । যখন তিনি শিল্পী দলের সদস্য ছিলেন , তখন তিনি থিয়ান ছিং মেরামত ও তৈরির কাজ করতেন । ছিন হুয়া পেই বাড়িতে থিয়ান ছিং তৈরি শুরু করলেন । দিনে তিনি থিয়ান ছিং তৈরির সামগ্রী সংগ্রহের জন্য গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ান । সন্ধ্যায় বাড়িতে থিয়ান ছিং তৈরি শুরু করতেন । ২০০৩ সালের নভেম্বর মাসে নাননিংয়ের পঞ্চম আন্তর্জাতিক লোক সংগীত উত্সব লুংচৌ জেলার ১৫জন মেয়ে নিয়ে গঠিত একটি শিল্পী দল থিয়ান ছিং ব্যবহার করে চুয়াং জাতির বৈচিত্র্যময় লোক সংগীত পরিবেশন করেন । তাদের চিত্তাকর্ষক অনুষ্ঠান সকল দর্শকদের মন জয় করেছে । তখন থেকে জেলার এ শিল্পী দল ছিন হুয়া পেইয়ের তৈরি থিয়ান ছিং নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বেড়াতে থাকে । ২০০৩ সাল থেকে শিল্পী দলটি অনুষ্ঠান পরিবেশনের জন্য অস্ট্রিয়া ও জার্মানীসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছে । এ পর্যন্ত ছিন হুয়া পেইয়ের তৈরি ১ হাজার ৩ শো থিয়ান ছিং যুক্তরাষ্ট্র ও জাপানে রফতানি হয়েছে । আগে থিয়ান ছিং তৈরির কৌশল খুব সহজ ছিল না । তা বাজাতেও বহু অসুবিধা ছিল । সুতরাং ছিন হুয়া পেই থিয়ান ছিং তৈরির কৌশল উন্নত করার একটি কর্মসূচী প্রণয়ন করেছেন ।

    আগে যেহেতু থিয়ান ছিং তৈরির কৌশলের বেশ কয়েকটি ত্রুটি ছিল , সেহেতু তা বাজানোর সমস্যা ছিল । উত্তর চীনে বৃষ্টি কম , থিয়ান ছিংয়ের বাইরের দিক মাঝে মাঝে ফেটে যায় । তৈরির কৌশলের সংস্কার হল । এখন ছিন হুয়া পেইয়ের তৈরি থিয়ান ছিংয়ের গুণগত মান ভাল , সংগীতের সুর মিষ্টি । তাকে প্রয়োগ করে আধুনিক সংগীতও বাজানো যায় । এখন স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ থিয়ান ছিং তৈরির কৌশল উদ্ধার করার একটি কর্মসূচী প্রণয়ন করেছে । লুংচৌ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে থিয়ান ছিং বাজানোর প্রশিক্ষণ কোর্সও চালু করা হচ্ছে । এখন চুয়াং জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে থিয়ান ছিং তৈরির কৌশল জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমানে ছিন হুয়া পেইয়ের মেয়ে ছিন লি লুংচৌ জেলার থিয়ান ছিং নারী বাদক দলেও ভর্তি হয়েছেন । এতে বাবা খুব আনন্দিত হয়েছেন ।

    এখন লুংচৌ জেলায় বহু ছাত্রছাত্রী ছিন হুয়া পেইয়ের কাছ থেকে থিয়ান ছিং বাজানোর কৌশল শেখা শুরু করেছে । ২০০৭ সালের জুন মাসে পেইচিংয়ের মহা গণভবনে চীনের শ্রেষ্ঠ লোক সংগীত শিল্পী প্রতিনিধিদের একটি অধিবেশন অনুষ্ঠিত হয় । চীনের থিয়ান ছিং তৈরির মহা শিল্পী হিসেবে ছিন হুয়া পেই ও অন্যান্য সংখ্যালঘু জাতির ১৬৬জন ব্যক্তিকে চীনের প্রসিদ্ধ লোক সংগীত শিল্পীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । থিয়ান ছিং তৈরির কৌশল আরো সম্প্রসারিত হবে বলে ছিন হুয়া পেই আশা প্রকাশ করেছেন ।

(থান ইয়াও খাং)