চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় পল্টি ব্যুরোর সদস্য, চীনের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য লি ইউয়ান ছাও ২৪ মার্চ পেইচিংয়ে জার্পানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক মহা পরিচালক হিদেনাও নাকাগায়ার সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন জাপান সফর চীন এবং জাপানের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ।
লি ইউয়ান ছাও বলেন, বর্তমান চীন এবং জাপানের সম্পর্ক নতুন ঐতিহাসিক সূচনা পর্বে রয়েছে। দু'দেশের উচিত অনুকূল সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিতভাবে পারস্পরিক সম্পর্ককে শান্তিপূর্ণ সহাবস্থান, বংশপরম্পরায় সম্প্রীতিমূলক বসবাস এবং অভিন্ন উন্নয়নের দিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি আশা করেন, দু'দেশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসিডেন্ট হু চিন থাও-এর আসন্ন সফর সফল হবে।
হিদেনাও নাকাগায়া বলেন, জাপান সরকার এবং জনগণ হু চিন থাও-এর জাপান সফরের অপেক্ষায় আছে। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন শুধু দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই নয়, এটি আঞ্চলিক, তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় বিরাট ভূমিকা পালন করবে। তিনি অব্যাহতভাবে চীন ও জাপানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক। (লিলি)
|