পেইচিং অলিম্পিক গেমস দেখতে আসা মার্কিন নাগরিকদের ওপর নজরদারি করা হবে বলে যুক্তরাষ্ট্র যে সতর্কবানী উচ্চারণ করেছে তা নাকচ করে দিয়ে চীন বলেছে, সকল বিদেশী দর্শনার্থীর ব্যক্তি গোপনীয়তা রক্ষা করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন, আন্তর্জাতিক গণ জমায়েত স্থল আইন অনুযায়ী গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বাইরে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না। গত বৃহস্পতিবার মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো সতর্ক করে দিয়ে বলেছে যে, পেইচিংয়ের হোটেল রুম ও অফিসগুলোতে দূর নিয়ন্ত্রিত কারিগরী নজরদারি ব্যবস্থা বসানো হতে পারে এবং যে কোনো সময় অতিথির বিনা অনুমতিতে হোটেল কক্ষে ঢোকার ঘটনা ঘটতে পারে। এতে মার্কিন নাগরিকদের ব্যক্তি গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে ছিন কাং বলেন, চীনে ব্যক্তি গোপনীয়তা আইন অনুযায়ী সংরক্ষিত এবং বিদেশী অতিথিদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মার্কিন ব্যুরোর সতর্কবানী দায়িত্বজ্ঞানহীন।
(খোং চিয়া চিয়া)
|