চীনের প্রথম পরিবেশ রক্ষা মন্ত্রী চৌ শেং সিয়ান ২৪ মার্চ পেইচিংয়ে জানিয়েছেন, শিগগির পরিবেশ রক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হবে এবং আনুষ্ঠানিকভাবে চালু হবে।
গত সপ্তাহে শেষ হওয়া চীনের জাতীয় কংগ্রেসের নিয়মিত বার্ষিক অধিবেশনে গৃহীত রাষ্ট্রীয় পরিষদের সংস্কার পরিকল্পনা অনুযায়ী আগের জাতীয় পরিবেশ রক্ষা বিষয়ক সাধারণ ব্যুরোকে পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে পরিবেশ রক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে।
চৌ শেং সিয়ান বলেন, পরিবেশ রক্ষা মন্ত্রণালয়ের গঠনের মধ্য দিয়ে পরিবেশ সহায়ক কাজকে চীন যে ব্যাপক গুরুত্ব দিচ্ছে তা প্রতিফলিত হয়। চীনের আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর জন্য একটি অনিবার্য বিকল্প। (লিলি)
|