**ভারত , চীন ও ম্যাক্সিকো গেলো বছর বিশ্বের অভিবাসীদের প্রেরিত আর্থিক আয়ের শীর্ষ স্থানে রয়েছে
বিশ্ব ব্যাংকের ১৯ মার্চ প্রকাশিত "২০০৮ সালের অভিবাসীদের অর্থ প্রেরণ রিপোর্ট" থেকে জানা গেছে , গেলো বছর ভারতের এ খাতে আয় হয়েছে ২৭ বিলিয়ন মার্কিন ডলার। দেশটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে । চীন ও ম্যাক্সিকো যথাক্রমে ২৫.৭ বিলিয়ন ও ২৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে পৃথক পৃথকভাবে বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ।
**ইউসুফ রাজা নিলানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে পিপিপি
পাকিস্তান পিপলস পার্টি ২২ মার্চ পিপিপি নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পীকার ইউসুফ রাজা জিলানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে।
পিপিপি'র মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর একই দিন রাতে এক বিবৃতিতে বলেছেন, পিপিপি'র যুগ্ম চেয়ারম্যান আসিফ জারদারি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। পাকিস্তান মুসলিম লীগ কিউ একই দিন পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্য মন্ত্রী চৌধুরি পারভেজ এলাহিকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
**পাকিস্তানের পার্লামেন্টে প্রথম নারী স্পীকার নির্বাচিত
১৯ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পি পি পির মনোনীত নারী সদস্য ফাহমিদা মীর্জা নতুন স্পীকার নির্বাচিত হয়েছেন । তিনি হলেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী স্পীকার ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন , পাকিস্তানের জনগণের বৃহত্ স্বার্থ সংরক্ষণের জন্যে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন ।
**নিরাপত্তা পরিষদ আফগানিস্তানে জাতিসংঘ সাহায্যকারী দলের মেয়াদ বর্ধিত করেছে
২০ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গৃহীত এক প্রস্তাবে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে স্থিতিশীল রাখার জন্য আফগানিস্তানে জাতিসংঘ সাহায্যকারী দলের মেয়াদ আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে , আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতা চালানোর " আফগান চুক্তির" বিষয়টি নিশ্চিত করার জন্য এ সাহায্যকারী দলটি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে থেকে প্রধান ভূমিকা পালন করবে।
একই সঙ্গে এ প্রস্তাবে আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং সাহায্যকারী দলের কর্মীদের অবাধ তত্পরতা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে।
**ন্যাটো বাহিনীর বোমার্ষণে আফগানিস্তানে ৫০ জন নিহত
আফগানিস্তানের একজন কর্মকর্তা ১৮ মার্চ বলেছেন , আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর নিরাপত্তা রক্ষী বাহিনী ১৭ মার্চ দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালিবানের ওপর বোমাবর্ষণ করেছে । কয়েকজন নিরিহ মানুষসহ এতে মোট ৫০ জন নিহত হয়েছে ।
হেলমান্দ প্রদেশের একজন পার্লামেন্ট সদস্য বলেছেন , ১৭ মার্চ বিকালে বোমবর্ষণের সময় হেলমান্দ প্রদেশের সাংগিন এলাকার অধিবাসীরা ঐতিহ্যিক ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করছিল । নিহত ৫০ জনের মধ্যে ১৮ তালিবান জঙ্গী ।
**ই ইউ'র পর্যবেক্ষক দল নেপালের সংবিধান পরিষদের নির্বাচন তত্ত্বাবধানের কাজ শুরু করেছে
১৮ মার্চ ই ইউ'র পর্যবেক্ষক দল আনুষ্ঠানিকভাবে নেপালের সংবিধান পরিষদের নির্বাচনের প্রক্রিয়া তত্ত্বাবধানের কাজ শুরু করেছে।
ই ইউ'র ২২টি সদস্য দেশ , নরওয়ে এবং সুইজারল্যান্ডের ১২০ জনকে নিয়ে গঠিত এ পর্যবেক্ষক দলের দায়িত্ব হচ্ছে নেপাল সরকারের আমন্ত্রণে তাদের সংবিধান পরিষদের নির্বাচন তত্ত্বাবধান করা । পর্যবেক্ষক দল বলেছে, এবারের নির্বাচনের একটি সুষ্ঠু ও অবাধ পরিবেশ নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক দলের কর্মকর্তাগণ নির্বাচনের সকল প্রক্রিয়া , নির্বাচনে অংশ নেয়া সকল রাজনৈতিক দল এবং নেতাদের তত্পরতাসহ এ সম্পর্কিত সকল কাজের তত্ত্বাবধান করবে। নির্বাচন শেষে প্রাথমিক রিপোর্ট পেশ করার পর তারা পরবর্তী দু'মাসের মধ্যে একটি চূড়ান্ত পর্যালোচনা রিপোর্ট দাখিল করবেন।
|