২৩ মার্চ ফাতাহ এবং হামাসের প্রতিনিধিরা ইয়েমেনের রাজধানী সানায় এক ঘোষণায় স্বাক্ষর করে ইয়েমেনের উদ্যোগে পুনরায় সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ।
ফাতাহ এবং হামাসের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করে ফিলিস্তিনের জনগণ, ভূভাগ ও রাজনৈতিক ক্ষমতার ঐক্যবদ্ধ করার কথা পুনরায় ঘোষণা করেছেন । দু'পক্ষ একমত হয়েছে যে, ইয়েমেনের উদ্যোগ দু'পক্ষের পুনরায় সংলাপে দেখা যাবে । যাতে ফিলিস্তিনের পরিস্থিতি গাজা ঘটনার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় ।
হামাসের মুখপাত্র আইমেন তাহা এদিন গাজায় সংবাদমাধ্যমকে জানান, হামাস ও ফাতাহ ৫ এপ্রিল সংলাপ শুরু করবে । সংলাপের ভিত্তি হবে ইয়েমেনের উদ্যোগ । তবে হামাসের অন্য একজন মুখপাত্র সামি আবু জুহরি বলেন, হামাস ফাতাহ'র নিরাপত্তা বাহিনীকে পুনরায় গাজার নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হবে না ।
২৩ মার্চ আরব লীগের মহাসচিব ওমর মুসা এক বিবৃতিতে বলেন, হামাস ও ফাতাহের মধ্যে পুনরায় সংলাপ সম্পর্কিত চুক্তিকে স্বাগত জানান । তিনি বলেন, এ চুক্তি হবে ফিলিস্তিনের অভ্যন্তরীণ মতভেদ অবসানের ইতিবাচক পদক্ষেপ ।
(ছাও ইয়ান হুয়া)
|