v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-24 10:51:20    
আলজেরিয়ার প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্লামেন্টের স্পীকার লি ছাং ছুনের সঙ্গে সাক্ষাত্

cri
    ২৩ মার্চ আলজেরিয়ার প্রধানমন্ত্রও জাতীয় লিবারেশন ফ্রন্টের সাধারণ সম্পাদক আবদেল আজিজ বেলখাদেম এবং জাতীয় পার্লামেন্টের স্পীকার আবদেল আজিজ জিয়ারি পৃথক পৃথকভাবে সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি ছাং ছুনের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।

    বেলখাদেমের সঙ্গে সাক্ষাত্কালে লি ছাং ছুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আলজেরিয়ার রাজনৈতিক ক্ষেত্রের পারস্পরিক আস্থা গভীর হয়েছে , আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সুষ্ঠুভাবে উন্নত হয়েছে , সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রের বিনিময় আরও ঘনিষ্ঠ হয়েছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে সমন্বয়ও ক্রমাগত জোরদার হয়েছে । তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার দু'দেশের সম্পর্কের ওপর উচ্চপর্যায়ের গুরুত্ব দেয় এবং আলজেরিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের দ্বিপাক্ষিক পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগ্রহী ।

    বেলখাদেম বলেন, আলজেরিয়া আশা করে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে চীন আরও বেশি ভূমিকা পালন করবে এবং চীনের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্বিপাক্ষিক রাজনৈতিক আস্থা জোরদার করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করতে আগ্রহী ।

    জিয়ারি'র সঙ্গে সাক্ষাত্কালে লি ছাং ছুন বলেন, চীন আলজেরিয়ার দীর্ঘকালীন একচীন নীতিতে অবিচল থাকার প্রশংসা করে এবং আলজেরিয়ার সঙ্গে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে সুসংবদ্ধ করতে আগ্রহী । জিয়ারি বলেন, আলজেরিয়া দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্পর্কের গভীর উন্নয়নের লক্ষ্যে সক্রিয়ভাবে চেষ্টা চালাবে ।

    এদিন লি ছাং ছুন চীন-আলজেরিয়া অর্থনৈতিক প্রযুক্তি সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

    (ছাও ইয়ান হুয়া)