২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস । চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক চেং কুও কুয়াং সমাজের বিভিন্ন ক্ষেত্রকে পৃথিবীর পর্যবেক্ষণ ও জরিপের ওপর গুরুত্ব দেয়া এবং বিশ্বের আবহাওয়া সুরক্ষা করার আহবান জানিয়েছেন ।
তিনি বলেন , পৃথিবীকে ভালভাবে পর্যবেক্ষণ ও জরিপ করার জন্য চীনে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । সেজন্য চীনে দূর থেকে জরিপ ও নিয়ন্ত্রণ , রাডার ও উপগ্রহসহ জরিপ ও পর্যবেক্ষণের বিভিন্ন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে । বর্তমানে চীনে আবহাওয়ার তত্ত্বাবধান ও জরিপ এবং দুর্যোগ বিষয়ক পূর্বাভাসের কাজ জোরদার হচ্ছে এবং আবহাওয়ার জরিপ ও পর্যবেক্ষণ এবং দুর্যোগ প্রতিরোধের সামর্থ্য ক্রমাগত বাড়ছে ।
এ ছাড়াও চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরোর উদ্যোগে আবহাওয়া বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান জনপ্রিয় করে তোলার ব্যাপারেও বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে । (থান ইয়াও খাং)
|