জাতিসংঘে তাইওয়ানের অন্তর্ভুক্তির ওপর গণভোট ব্যর্থ
cri
ছেন শুই বিয়ান কর্তৃপক্ষ দেশী-বিদেশী তীব্র প্রতিরোধের তোয়াক্কা না করে ২২ মার্চ 'জাতিসংঘে তাইওয়ানের অন্তর্ভূক্তির ওপর গণভোট' আয়োজন করে ব্যর্থ হয়েছে। ভোটা প্রদানের সংখ্যা মোট ভোটারের অর্ধেক না হওয়ায় সেটি গণভোট হিসেবে স্বীকৃতি পায় নি। গণভোটে মাত্র ৩৫.৮ শতাংশ ভোট পড়ে। এ থেকে বোঝা যায়, 'স্বাধীন তাইওয়ান' প্রচেষ্টা জনপ্রিয়তা পায় নি।
(খোং চিয়া চিয়া)
|
|