২২ মার্চ শ্রীলংকার সামরিক বাহিনী জানিয়েছে , রণতরী এদিন সেদেশের উত্তর-পূর্ব জলসীমায় মাইন বিস্ফোরণে শ্রীলংকার একটি রণতরীর দশজন নৌসেনা নিখোঁজ হয়েছে ।
শ্রীলংকার সামরিক বাহিনীর মুখপাত্র ডি কে পি দাসানায়াকে বলেন , রণতরীটি নায়ারুর নিকটবর্তী জলসীমায় মাইন বিস্ফোরনের শিকার হয় । রণতরীর ১৬জন নৌসেনারমধ্যে মাত্র৬জন উদ্ধার হয়েছে , বাকি সবাই নিখোঁজ । তিনি আরো বলেন , এল টি টি ই এ অঞ্চলের জলসীমায় ওয়াটার মাইন পুঁতে রেখেছে ।
|