চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিং কান বলেন , মুষ্টিমেয়লোকের দালাই লামাকে কাজে লাগিয়ে নিজেদের ন্যাক্কারজনক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা সফল হবে না । ২১ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সংবাদ ব্রিফিংয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তরে ছিংকান এ কথা বলেছেন ।
সংবাদ ব্রিফিংয়ে একজন সংবাদদাতা জিজ্ঞেস করেন , কিছু দিন আগে ভারতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পীকার নানসি পেলোসির সঙ্গে দালাই লামা সাক্ষাত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিব্বত সমস্যা নিয়ে চীনের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। এ ঘটনা সম্পর্কে চীন সরকারের মন্তব্য কি- এ প্রশ্নের উত্তরে ছিং কান বলেন , দালাই লামা হলেন তিব্বতের পুরনো কৃতদাস ব্যবস্থার প্রতিনিধি , তিনি দীর্ঘদিন ধরে মাতৃভূমিকে বিচ্ছিন্ন করার ও সংখ্যালঘু জাতিগুলোর সংহতি বানচাল করার অপচেষ্টা করে আসছেন । দালাই গোষ্ঠীর মাতৃভূমিকে বিচ্ছিন্ন করার তত্পরতাকে উত্সাহ ও সমর্থন দেওয়া আন্তর্জাতিকসম্পর্ক পরিচালনার মূলনীতির পরিপন্থী । তাই আমরা দৃঢভাবে এর বিরোধিতা করি ।
তিনি আরো বলেন , সম্প্রতি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার আইন অনুসারে লাসা শহরের দুষ্কৃতকারীদেরকে নিয়ন্ত্রণে এনেছে। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব , ভূভাগীয় অখন্ডতা ও তিব্বতের স্থিতিশীলতা রক্ষার জন্য চীন সরকারের নেওয়া ব্যবস্থা বিশ্বের প্রায় এক শ'টি দেশের সরকারের সমর্থন পেয়েছে । এতে প্রমাণিত হয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চীনের পাশে থাকবে । কিছু মানুষের দালাই লামাকে কাজে লাগিয়ে নিজের কুত্সিত লক্ষ্য হাসিলের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য ।
|