 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ মার্চ পেইচিংএ এক সংবাদ ব্রিফিংএ বলেছেন, দালেইয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংলাপ সম্পর্কিত অবস্থান বরাবরই , স্পষ্ট এবং অপরিবর্তিত রয়েছে । কেন্দ্রীয় সরকারের বক্তব্য হল, দালেইকে তথাকথিত " স্বাধীন তিব্বতের" ধারণা বর্জন এবং পুরোপুরি বিছিন্নতাবাদী কর্মকান্ড বন্ধ করতে হবে ।
ছিন কাং বলেন, আমরা কেবল দালাইয়ের কথা শুনবো তা ঠিক নয়, তার কর্মকান্ড লক্ষ্য করাও সবচেয়ে গুরুত্বপূর্ণ । সম্প্রতিক দিনগুলোতে সংঘটিত ধারাবাহিক ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যে, তার কথা আর কাজ এক নয় । আমরা আশা করি, দালাই বিভ্রান্ত পথ থেকে সরে এসে সংলাপের সুযোগ সৃষ্টি করবেন । ছিন কাং বলেন, দালাই খাটি ধর্মীয় ব্যক্তি নন , বরং বিছিন্নতাবাদী কর্মকান্তের সঙ্গে লিপ্ত একজন রাজনৈতিক প্রবাসী । সম্প্রতি লাসায় যে লুটপাট, ভাংচুর , অগ্নিসংযোসহ সহিংসতা ঘটেছে তাতে আরেক বার দালাই চক্রের বিছিন্নতাবাদী তত্পরতা প্রমাণিত হলো ।
|