|
|
(GMT+08:00)
2008-03-21 20:41:54
|
কড়াড়িভাবে দায়িত্ব পালন করে নতুন মেয়াদে সরকারের কাজ করতে হবে---ওয়েন চিয়া পাও
cri
২১ মার্চ চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও নতুন মেয়াদের রাষ্ট্রীয় পরিষদের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের সভাপতিত্ব করেছেন । তিনি নতুন মেয়াদের সরকারের প্রধান কর্তব্য বিন্যাস করেছেন । তিনি জোর দিয়ে বলেন, নতুন সরকারের কর্মকর্তাদেরকে কড়াকড়িভাবে দায়িত্ব পালন করে সংস্কারের মনোভাব নিয়ে নতুন মেয়াদে সরকারের কাজ করতে হবে । তিনি বলেন, নতুন সরকারের উচিত সংস্কার ও উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকা, বিজ্ঞানসম্মত উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং সামাজিক সুষমতা তরান্বিত করা । যাতে জাতীয় অর্থনীতি ও জনসাধারনের জীবনের মান উন্নত হয়। বর্তমানে দুর্যোগপরর্বতী পুনর্গঠন করতে হবে এবং বসন্তকালীণ কৃষি উত্পাদন বাস্তবতার সঙ্গে চালাতের হবে । তা ছাড়া, স্থাবর পুঁজির বিনিয়োগ নিয়ন্ত্রণ এবং জ্বালানী সাশ্রয় ও বিষাক্ত গ্যাস নির্গমন হ্রাসের কাজ জোরদার করতে হবে ।
|
|
|