সম্প্রতিস্পেনে এবং ইতালিতে বসবাসকারী প্রবাসী চীনা ও বিদেশী চীনা সমিতি পৃথকপৃথকভাবে প্রবন্ধ প্রকাশ , আলোচনা সভা ও বক্তৃতার মাধ্যমে তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত " জাতিসংঘে প্রবেশের গণ ভোটের" বিরোধিতা করে।
স্পেন ভূমধ্য সাগরীয় চীনা শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন সমিতি সহ বেশ কয়েকটি প্রবাসী চীনা গোষ্ঠী সম্প্রতি আলোচনা সভা , প্রবন্ধ , সাক্ষাত্কার দেয়া এবং বক্তৃতা বিবৃতির মাধ্যমে তাইওয়ান কর্তৃপক্ষের অপচেষ্টার তীব্র নিন্দা করেছে ।
ইতালির রোম প্রবাসী চীনা সমিতির একজন দায়িত্বশীল কর্মকর্তাইতালিতে বসবাসকারী বিভিন্ন প্রবাসী চীনা দলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন । বিবৃতিতে " ছেন সুইপিয়েন কর্তৃপক্ষের মাতৃভূমিকে বিভক্ত করার জঘন্য কার্যকলাপের" নিন্দা করা হয়েছে । বিবৃতিতে বলা হয় যে , তাইওয়ান কর্তৃপক্ষের চালানো " জাতিসংঘে অন্তর্ভূক্তির গণভোট" গুরুতরভাবে এক চীনের নীতি লংঘন করেছে । এদের ঔদ্ধত্যপূর্ণকার্যকলাপের পরিনাম ব্যাপক তাইওয়ানবাসীসহ চীনা জাতির জন্য বিপদ ডেকে আনবে । --চুং শাওলি
|