চীনের জলসেচ মন্ত্রী জেন লেই ২১ মার্চ বলেছেন, চীন জলসেচের উন্নতি করার পাশাপাশি জনসাধারণের জীবনযাত্রার মানও উন্নত করবে । সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বন্যা ও খরা প্রতিরোধ , গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করণ এবং জলসেচের অবকাঠামো নির্মান করার ক্ষেত্রে চীন সরকার ধারাবাহিক কিছু পদক্ষেপ নিয়েছে । জনসাধারণের জীবিকার সঙ্গে সম্পর্কিত ব্যাপক গুরুত্বপূর্ণ জলসেচ প্রকল্প নির্মাণ করা হয়েছে এবং তা ইতোমধ্যেই চালু হয়েছে । এর ফলে কৃষি উত্পাদন ও কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে তরান্বিত হয়েছে ।
জেন লেই বলেন, বতর্মান ও পরর্বতীকালের জনসাধারণের সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে জলসেচ সমস্যার সমাধান করা উচিত । তিন বছরের মধ্যে ৬২০০টিরও বেশি বড়-মাঝারি ও ছোট আকারের পুরাতন জলাধারের সংস্কারের কাজ সম্পন্ন করা হবে । ২০১৫ সাল পযর্ন্ত গ্রামাঞ্চলের পানীয় জলের সমস্যার মোটামুটি সমাধান হবে ।
|