কাজাখস্থানের উপ পররাষ্ট্রমন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ ২০ মার্চ রাজধানী আসতানায় সিআরআই'র সংবাদদাতাদের সঙ্গে এক সাক্ষাত্কারে চীনে সংস্কার ও মুক্তদ্বার নীতির ত্রিশ বছরে অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, দু'দেশের সহযোগিতা হচ্ছে কাজাখস্থানের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের দিক।
ইয়েরমেকবায়েভ বলেছেন, ত্রিশ বছর ধরে চীনের সমাজ ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। বর্তমানে চীন বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়েছে। চীন বিদেশী পুঁজি বিনিয়োগ আকর্ষণে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। কাজাখস্থান চীনের উন্নয়নের সাফল্যজনক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে।(লিলু)
|