২০ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গৃহীত এক প্রস্তাবে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে স্থিতিশীল রাখার জন্য আফগানিস্তানে জাতিসংঘ সাহায্যকারী দলের মেয়াদ আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে , আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগানিস্তানের মধ্যে সহযোগিতা চালানোর " আফগান চুক্তির" বিষয়টি নিশ্চিত করার জন্য এ সাহায্যকারী দলটি জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে থেকে প্রধান ভূমিকা পালন করবে।
একই সঙ্গে এ প্রস্তাবে আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করারও আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং সাহায্যকারী দলের কর্মীদের অবাধ তত্পরতা সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে।--ওয়াং হাইমান
|