২০ মার্চ ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আজেন্টিনা এবং কাজাকস্তানের সরকার পৃথক পৃথকভাবে একচীন নীতি অনুসরণ করার কথা পুনরায় ঘোষণা করেছে এবং তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোটের বিরোধিতা করেছে ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখমাত্র প্যাসকাল আনদ্রিয়ানি বলেন, ফরাসী সরকার স্পষ্টভাবে তাইওয়ান কর্তপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোটের বিরোধিতা করে । ফ্রান্স একচীন নীতিতে অবিচল থাকবে এবং মনে করে, তাইওয়ান হল চীনের ভূভাগের অবিচ্ছেদ্য অংশ, একতরফাভাবে তাইওয়ান প্রণালীর অবস্থা পরিবর্তনের আচরণের বিরোধিতা করবে ।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ইশতেহারে বলা হয়, স্পেন সরকার এক চীন নীতি অনুসরণ করবে এবং তাইওয়ান কর্তপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট নিয়ে উদ্বিগ্ন । তারা মনে করে, তাইওয়ান কর্তপক্ষের এ একতরফা তত্পরতা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ উন্নয়নের জন্য অসহায়ক হবে ।
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট তাইওয়ান প্রণালী অঞ্চলের উত্তেজনাময় পরিস্থিতি অবনতিশীল করবে এবং তাইওয়ানের জনগণসহ বিভিন্ন পক্ষের স্বার্থের ক্ষতি করবে । পর্তুগাল এক চীন নীতি অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে তাইওয়ান সমস্যার সমাধানকে সমর্থন করে ।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় , আর্জেন্টিনা সরকার তাইওয়ানের একতরফাভাবে জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট ত্বরান্বিত করার বিষয়টির ওপর গুরুতর মনোযোগ দেয় এবং আর্জেন্টিনা সরকার একচীন নীতি অনুসরণ করবে ।
কাজাকস্তানের উপ পররাষ্ট্র মন্ত্রী নুরলান ইয়ার্মেকবায়েভ বলেন, কাজাখস্তান সরকার তাইওয়ানের স্বাধীনতা এবং দুটি চীন সৃষ্টির অপচেষ্টার বিরোধিতা করে । তিনি পুনরায় ঘোষণা করেন, তাইওয়ান হল চীনের ভুভাগের অবিচ্ছেদ্য অংশ ।
(ছাও ইয়ান হুয়া)
|