v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-03-21 17:58:32    
কয়েকটি দেশ তাইওয়ানের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোটকে বিরোধিতা করে

cri
    ২০ মার্চ ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আজেন্টিনা এবং কাজাকস্তানের সরকার পৃথক পৃথকভাবে একচীন নীতি অনুসরণ করার কথা পুনরায় ঘোষণা করেছে এবং তাইওয়ান কর্তৃপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোটের বিরোধিতা করেছে ।

    ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখমাত্র প্যাসকাল আনদ্রিয়ানি বলেন, ফরাসী সরকার স্পষ্টভাবে তাইওয়ান কর্তপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোটের বিরোধিতা করে । ফ্রান্স একচীন নীতিতে অবিচল থাকবে এবং মনে করে, তাইওয়ান হল চীনের ভূভাগের অবিচ্ছেদ্য অংশ, একতরফাভাবে তাইওয়ান প্রণালীর অবস্থা পরিবর্তনের আচরণের বিরোধিতা করবে ।

    স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ইশতেহারে বলা হয়, স্পেন সরকার এক চীন নীতি অনুসরণ করবে এবং তাইওয়ান কর্তপক্ষের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট নিয়ে উদ্বিগ্ন । তারা মনে করে, তাইওয়ান কর্তপক্ষের এ একতরফা তত্পরতা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ উন্নয়নের জন্য অসহায়ক হবে ।

    পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট তাইওয়ান প্রণালী অঞ্চলের উত্তেজনাময় পরিস্থিতি অবনতিশীল করবে এবং তাইওয়ানের জনগণসহ বিভিন্ন পক্ষের স্বার্থের ক্ষতি করবে । পর্তুগাল এক চীন নীতি অনুসরণ করে শান্তিপূর্ণ উপায়ে  তাইওয়ান সমস্যার সমাধানকে সমর্থন করে ।

    আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় , আর্জেন্টিনা সরকার তাইওয়ানের একতরফাভাবে জাতিসংঘে অন্তর্ভুক্তির গণ ভোট ত্বরান্বিত করার বিষয়টির ওপর গুরুতর মনোযোগ দেয় এবং আর্জেন্টিনা সরকার একচীন নীতি অনুসরণ করবে ।

    কাজাকস্তানের উপ পররাষ্ট্র মন্ত্রী নুরলান ইয়ার্মেকবায়েভ বলেন, কাজাখস্তান সরকার তাইওয়ানের স্বাধীনতা এবং দুটি চীন সৃষ্টির অপচেষ্টার বিরোধিতা করে । তিনি পুনরায় ঘোষণা করেন, তাইওয়ান হল চীনের ভুভাগের অবিচ্ছেদ্য অংশ ।

    (ছাও ইয়ান হুয়া)