ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার ঘোষণা করেছে , ব্যাংকটি স্বল্পকালীন ঋণের নিলাম পদ্ধতিতে ইউরো অঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে ১৫ বিলিয়ন ইউরো সরবরাহ করেছে , যাতে বাজারের চলমান অর্থের স্বল্পতা প্রশমন করা যায় ।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বলেছে , এ অর্থের মেয়াদ ৫দিন স্থায়ী হবে । সর্বনিম্ন সুদের হার ৪.১৩ শতাংশ এবং গড় সুদের হার ৪.২ শতাংশ হবে ।
জনমত মনে করে যে , ইস্টার মানডে আসার সংগে সংগে ইউরোপের প্রধান প্রধান আর্থিক বাজার ২১ থেকে একটানা চারদিন বন্ধ থাকবে । এ দীর্ঘদিনের ছুটিতে বিভিন্ন ব্যাংকের আর্থিক ঘাটতি এড়ানোর জন্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে ।
|