প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের বন্ধু লিলি এখন শুরু করছি আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান।
বাংলাদেশের ময়মনসিংহ জেলার আচিক শর্টওয়েভ লিসনার্স ক্লাবের অর্থ সম্পাদক অনিসিম চিরিং রিছিল আমাদের অনুষ্ঠানে হাসানের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি। আমার সঙ্গে হাসানের কন্ঠে "কৈশোর" গানটি শুনুন।
ভারতের পশ্চিম বঙ্গের গোল্ডেন ডিএক্স ক্লাবের সিদ্ধার্থ সরকার আমাদের অনুষ্ঠানে কিশোর কুমারের গাওয়া যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি কিশোর কুমারের কন্ঠে "একদিন আরো গেল"গানটি আপনাদেরকে শোনাচ্ছি। আসুন, সবাই মিলে গানটি শোনা যাক।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের মো: সিদ্দিকি আমাদের অনুষ্ঠানে জেমসের "না জানি কোহি কাইছে হো হেয় জিন্দেগানি"গানটি শুনতে চেয়েছেন। দুঃখিত, ভাই , গানটি আমার হাতে নেই। তাহলে এখন আমরা একসঙ্গে "বাবা"নামক জেমসের গাওয়া গানটি শুনবো।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার জয়সিদ্ধি গ্রামের অন্বেষণা বেতার শ্রোতা সংঘের সভাপতি আশরাফুল ইসলাম আমাদের অনুষ্ঠানে চিত্রা সিং-এর কন্ঠে "বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও"গানটি শুনতে চেয়েছেন। গানটি আমার হাতে নেই। এখন আমি চিত্রা সিং-এর কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম " আকাশ মেঘে ঢাকা"।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)
|