চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ মার্চ পেইচিংয়ে বলেন , আন্তর্জাতিক সমাজ দালাইর দেশকে বিভক্ত করার আসল উদ্দেশ্যস্পষ্টভাবে বুঝতে পারার যে কোনো পদ্ধতিতে তাকে বা তার বিচ্ছিন্নতাবাদী তত্পরতাকে সমর্থন করবে না বলে তিনি আশা করেন ।
এক সংবাদ সম্মেলনে ছিন কাং বলেন , সম্প্রতি লাসায় যে ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগসহ গুরুতর বলপ্রয়োগমূলক ঘটনা ঘটেছে তাতে আরেকবার দালাই চক্রের দেশকে বিভক্ত করার আসল উদ্দেশ্য উদ্ঘাটিত হয়েছে । সমাজের স্থিতিশীলতা বানচাল , দেশকে বিভক্ত করার যে কোনো আচরন জনপ্রিয় হবে না এবং তা ব্যর্থ হবেই । ছিন কাং বলেন , চীন সরকার দায়ত্বশীল সরকার । চীন সরকার সবসময় বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে আসছে । বিশ্বের কোনো দেশই তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয় নি । বিশ্বের অন্য সকল দেশ চীনের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের পক্ষপাতি । এটা পরিস্থিতির প্রধান প্রবণতা ।--চুং শাওলি
|