পেইচিং, ১৯ মার্চ, বেশ কয়েকটি বিদেশি সংবাদপত্র, প্রবাসী চীনাদের সমিতি এবং চীনের প্রতি বন্ধু প্রতীম জনগণ পৃথক পৃথকভাবে প্রতিবেদন প্রকাশ ও বিবৃতির মাধ্যমে সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী লাসায় দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে ধংস লীলা চালানোর তীব্র নিন্দা করেছেন
বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে স্বাধীনতার ধূয়া তুলে পেইচিং অলিম্পিক গেমসকে নস্যাত্ করতে না পারে সে দিকে সতর্ক দৃস্টি রাখার জন্য ইন্দোনেশিয়ার দি ইন্টারন্যাশনাল ডেইলি নিউজ পত্রিকা আহ্বান জানিয়েছে ।
ফিলিপাইন থেকে চীনা ভাষায় প্রকাশিত দি ওয়ার্ল্ড নিউজ পেপার এক রিপোর্টে বলেছে, রাজনীতিকে কলুষিত করে তোলার লক্ষ্যে দালাই চক্রের সৃস্ট মারধোর, লুটপাট এবং অগ্নি সংযোগের মত বর্বরোচিত অপরাধমূলক আচরণের কঠোর ভাষায় নিন্দা করা উচিত ।
বাংলাদেশ-চীন গণ মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক এস, এ শিকদার বলেছেন, কতিপয় ব্যক্তি ও সংগঠন নিজেদের অসত্ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এ ধরনের সহিংসতার ষড়যন্ত্র করেছে ।
তারা অলিম্পিক গেমস শুরুর আগেই বিশৃঙ্খলা সৃস্টির মাধ্যমে চীনের ভাবমূর্তি নস্ট করার যে অপচেস্টা চালিয়েছে তা কারো কাছেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লখ করেছেন ।
শিকদার আরো বলেছেন, এতে কোন সন্দেহ নেই তিব্বত চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং একে বিভক্ত করার যে কোন প্রচেস্টাই বিফলে যাবে ।
প্রবীন কর্মকর্তার দৃস্টিতে দৃষ্কৃতকারীরা তিব্বতের উন্ন
|