কয়েক দিনের মধ্যেই তুরস্ক আফগানিস্তানে তাদের সৈন্য পাঠাবে কীনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ১৯ মার্চ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আলি বাবাকান আফগানিস্তানের সফররত পররাষ্ট্র মন্ত্রী লাঙ্গিন দাদফার স্পানতার সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বাবাকান বলেন, দু'দেশের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নেয়া ও আফগানিস্তানের পুনর্গঠনসহ বিভিন্ন সমস্যার নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা হয়।
স্পানতা আশা প্রকাশ করে বলেন, তুরস্ক সরকার আফগানিস্তানের সন্ত্রাস দমনে সাহায্য করবে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে তিনি আশাবাদী।--ওয়াং হাইমান
|