চলতি বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পেইচিংয়ে আসা পর্যটকের সংখ্যা একটানা বৃদ্ধি পেয়ে ৪.৯২ লাখ পার্সন টাইমসে দাঁড়িয়েছে । যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৮ শতাংশ বেশি ।
২০ মার্চ পেইচিং পরিসংখ্যান ব্যুরোর এক তথ্যে জানা গেছে, আরো বেশি সংখ্যক বিদেশী পর্যটকদের পেইচিংয়ে আসার কারণেই পর্যটক সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ । জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পেইচিংয়ে আসা বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ৪.২ লাখ,যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি ।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার পর্যটক সংখ্যা পরপর দুই মাস যুক্তরাষ্ট্র ও জাপানের পর্যটক সংখ্যার চেয়ে বেশি হওয়ায় পেইচিং ভ্রমণকারীদের মধ্যে প্রথম পারিতে উঠে এসেছে । বৃটেন, ফ্রান্স ,জার্মানী , মালিয়েশিয়া এবং সিংগাপুরের পর্যটক সংখ্যাও অনেক বেড়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|