এ বছরের প্রথম দুই মাসে পেইচিং শহরে পর্যটকের সংখ্যা ছিল ৪ লাখ ৯২ হাজার, গত বছরের একই সময়ের চেয়ে যা ১২.৮ শতাংশ বেশি।
পেইচিং পৌর পরিসংখ্যান ব্যুরো ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পেইচিং তদন্ত সদর দপ্তরের ২০ মার্চের হিসেবে জানা গেছে, বিদেশী পর্যটক বৃদ্ধির কারণে পেইচিং-এর পর্যটন ও বিকশিত হয়েছে। প্রথম দুই মাসে মোট ৪ লাখ ২৪ হাজার বিদেশী পেইচিং-এ এসেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯ শতাংশ বেশি।
গত দুই মাসে দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চেয়ে বেশি। ফলে বর্তমানে দক্ষিণ কোরিয়া পেইচিং শহরের বৃহত্তম পর্যটক দেশ।
(খোং চিয়া চিয়া)
|