তিব্বতের একজন প্রবীন কর্মকর্তা পেইচিং-এ বলেছেন কতিপয় দুষ্কৃতকারী চীনের তিব্বত স্বায়ত্বশাসিত অঞ্চলের উন্নয়নে বাধা সৃস্টির পাশাপাশি ধংস সাধনে তত্পর রয়েছে । জাতীয় গণ কংগ্রসের স্হায়ী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান রেতি ১৯ মার্চ স্বশাসিত তিব্বতের উন্নয়ন সংক্রান্ত পরামর্শক কমিটির এক সভায় এ কথা বলেন ।
তিনি বলেন, দালাই চক্রের উদ্যোগে ও কয়েকটি শত্রু মনোভাবাপান্ন দেশের সমর্থনে তিব্বত যুদ্ধ ক্ষেত্রের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ।
তিব্বতের উন্নয়ন সম্পর্কিত বিষয়ে ভাষণ দানকালে তিনি বলেন, সামাজিক বিশৃঙ্খলা সৃস্টির বিরুদ্ধে কার্যকর ব্যবস্হা গ্রহণের জন্য প্রস্তুত।
১৯৫৯ সালে বিদ্রোহীরা তিব্বতকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করার চেষ্টায় ব্যর্থ হয়ে ১৯৫৭ ও ১৯৮৮ সালের মত একই ঘটনা বারবার সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গত ১৪মার্চের সহিংস দাঙ্গার পুনরুল্লেখ করে তিনি বলেন যে, লাসায় না হলেও তিব্বতের অন্য কোথাও এ ধরণের অপতত্পরতার সূত্র পাত ঘটতে পারে।
স্বাশাসিত তিব্বত অঞ্চলের উন্নয়ন সংক্রান্ত পরামর্শক কমিটির বৈঠকে কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ তিব্বত এখন উন্নয়নের চূড়ান্ত পর্বে রয়েছে বলেও মত প্রকাশ করেন।
|