মার্কিন হোয়াইট হাউস ১৮ মার্চ রাতে ইরাক যুদ্ধের পাঁচ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের ভাষণের সংক্ষিপ্তসার প্রকাশ করেছে। এতে বুশ স্বীকার করেছেন, ইরাক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রকে বহু লোকের জীবন ও আর্থিক মূল্য দিতে হয়েছে। তবে তিনি এখনো দৃঢ়তার সঙ্গে বলেন যে, ইরাকের সাদ্দাম সরকারকে উত্খাত করার উদ্দেশ্যে সৈন্য পাঠানো ছিল নির্ভুল সিদ্ধান্ত।
ভাষণে বুশ ইরাকে যুদ্ধ বাঁধানোর জন্য আবারও স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেন, 'কৌশলগত বিজয়' লাভের জন্য যত মূল্যই দিতে বিরাট হোক না কেন, তা দিতে হবে।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য জন ডিংগেল ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে বুশের ভাষণের জবাবে বলেন, ইরাক যুদ্ধের পাঁচ বছর পুর্তি একটি নিষ্ঠুর মাইলফলক। মার্কিন নাগরিকদের ইরাক যুদ্ধ কীভাবে এতদূর এগিয়ে এসেছে তা নিয়ে পর্যালোচনা করা এবং এ থেকে রেহাই পাওয়ার বিষয়গুলো বিবেচনা করা উচিত। (ইয়ু কুয়াং ইউয়ে)
|