দু'দিনব্যাপী এশিয়া ,আফ্রিকা ও লাতিন আমেরিকার বাণিজ্য সম্মেলন ১৮ মার্চ মরিশাসের পোর্ট লুইস শেষ হয়েছে। সম্মেলনে প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা, আর্থিক বাজার উন্মুক্ত করা , বাণিজ্যিক বাধা দূর করা এবং দক্ষিণ দক্ষিণ সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
এবারের সম্মেলন মরিশাস সরকার, বৃটিশ কমনওয়েলথের বাণিজ্য কমিটি এবং জাতিসংঘ বাণিজ্যিক উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আফ্রিকা ,এশিয়া ও লাতিন আমেরিকা থেকে ৫৩টি দেশের পাঁচ শোরও বেশি প্রতিনিধি "দক্ষিণ দক্ষিণ সহযোগিতা জোরদারের মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা" নামক সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ মোকাবেলায় নিজ নিজ দেশের নীতি নিয়ে আলোচনা করেছেন। তারা মিলিতভাবে মনে করেন, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর আঞ্চলিক গ্রুপের উন্নয়ন ত্বরান্বিত করা এবং দক্ষিণ দক্ষিণ আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সার্বিকভাবে চালানো উচিত। (লিলু)
|