১৯ মার্চ চীনা গণ ব্যাংক প্রকাশিত '২০০৭ সালের আন্তর্জাতিক আর্থিক বাজার রিপোর্টে'বলা হয়েছে, চীন সক্রিয় ও স্থিতিশীলভাবে পুঁজি বিনিয়োগ প্রকল্পের উন্মুক্তকরণ ত্বরান্বিত করবে । এ রিপোর্টে বলা হয়, বর্তমানে চীনের আর্থিক বাজার এবং আন্তর্জাতিক আর্থিক বাজারের যোগাযোগ জোরদার হচ্ছে । বিদেশী পুঁজি বিনিয়োজিত ব্যাংকের চীনে নিবন্ধন সুষ্ঠুভাবে চলছে , চীনের আর্থিক বাজারে বিদেশী পুঁজির ভুমিকাকে আরও জোরদার করেছে । এর পাশাপাশি চীনের পুঁজিও সক্রিয়ভাবে আন্তর্জাতিক আর্থিক বাজারে অংশ নিয়েছে এবং বিশ্বে চীনের আর্থিক বাজারের প্রভাবও বেড়েই চলেছে ।
রিপোর্টে বলা হয়, ভবিষ্যতে চীনের আর্থিক বাজারে বৈদেশিক পুঁজি বিনিয়োগকারীদের অংশ নেয়ার ক্ষেত্র চীন সম্প্রসারণ করবে এবং চীনের পুঁজি আরও সক্রিয়ভাবে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগে উত্সাহ দেবে । যাতে সক্রিয় ও স্থিতিশীলভাবে পুঁজি প্রকল্পের সুশৃঙ্খল উন্মুক্তকরণ ত্বরান্বিত করা যায় ।
(ছাও ইয়ান হুয়া)
|